হঠাৎ মিলন hothat milon [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

হঠাৎ মিলন

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : সানাই [ ১৯৪০ ]

কবিতার শিরনামঃ হঠাৎ-মিলন

হঠাৎ মিলন hothat milon [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

হঠাৎ মিলন hothat milon [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

মনে পড়ে কবে ছিলাম একা বিজন চরে;

            তোমার নৌকা ভরা পালের ভরে

                           সুদূর পারের হতে

            কোন্‌ অবেলার এল উজান স্রোতে।

                   দ্বিধায় ছোঁওয়া তোমার মৌনীমুখে

                         কাঁপতেছিল সলজ্জ কৌতুকে

            আঁচল-আড়ে দীপের মতো একটুখানি হাসি,

                   নিবিড় সুখের বেদন দেহে উঠছিল নিশ্বাসি।

                          দুঃসহ  বিস্ময়ে

                 ছিলাম স্তব্ধ হয়ে,

            বলার মতো বলা পাই নি খুঁজে;

                 মনের সঙ্গে যুঝে

            মুখের কথার হল পরাজয়।

       তোমার তখন লাগল বুঝি ভয়,

বাঁধন-ছেঁড়া অধীরতার এমন দুঃসাহসে

                 গোপনে মন পাছে তোমায় দোষে।

       মিনতি উপেক্ষা করি ত্বরায় গেলে চলে

               “তবে আসি” এইটি শুধু ব’লে।

       তখন আমি আপন মনে যে-গান সারাদিন

                গেয়েছিলেম, তাহারি সুর রইল অন্তহীন।

                        পাথর-ঠেকা নির্ঝর সে, তারি কলস্বর

                                   দূরের থেকে পূর্ণ করে বিজন অবসর।

 

হে পথিক, কোন্‌খানে চলেছ কাহার পানে he pothik konkhane cholecho kahar pane [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

মন্তব্য করুন