হারাধন কবিতা [ Haradhon Kobita ] – রবীন্দ্রনাথ ঠাকুর

হারাধন কবিতা [ Haradhon Kobita ]

রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : খেয়া [ ১৯০৬ ]

কবিতার শিরনামঃ হারাধন

 

হারাধন haradhon [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

হারাধন কবিতা [ Haradhon Kobita ] – রবীন্দ্রনাথ ঠাকুর

বিধি যেদিন ক্ষান্ত দিলেন

           সৃষ্টি করার কাজে

      সকল তারা উঠল ফুটে

           নীল আকাশের  মাঝে।

      নবীন সৃষ্টি সামনে রেখে

           সুরসভার তলে

      ছায়াপথে দেবতা সবাই

           বসেন দলে দলে।

      গাহেন তাঁরা, ‘কী আনন্দ!

           এ কী পূর্ণ ছবি!

      এ কী মন্ত্র, এ কী ছন্দ,

           গ্রহ চন্দ্র রবি!’

      হেনকালে সভায় কে গো

           হঠাৎ বলি উঠে,

      ‘জ্যোতির মালায় একটি তারা

           কোথায় গেছে টুটে!’

ছিঁড়ে গেল বীণার তন্ত্রী,

           থেমে গেল গান,

      হারা তারা কোথায় গেল

           পড়িল সন্ধান।

      সবাই বলে, ‘সেই তারাতেই

           স্বর্গ হতে আলো–

      সেই তারাটাই সবার বড়ো,

           সবার চেয়ে ভালো।’

 

প্রচ্ছন্ন prochchhonno [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

      সেদিন হতে জগৎ আছে

           সেই তারাটির খোঁজে–

      তৃপ্তি নাহি দিনে, রাত্রে

           চক্ষু নাহি বোজে।

      সবাই বলে, ‘সকল চেয়ে

           তারেই পাওয়া চাই।’

      সবাই বলে, ‘সে গিয়েছে

           ভুবন কানা তাই!’

      শুধু গভীর রাত্রিবেলায়

           স্তব্ধ তারার দলে–

      ‘মিথ্যা খোঁজা, সবাই আছে’

           নীরব হেসে বলে।

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

মন্তব্য করুন