হৃদয়-আসন
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ হৃদয় আসন
![হৃদয়-আসন hriday ason [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 হৃদয়-আসন hriday ason [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-3-1.jpg)
Table of Contents
হৃদয়-আসন hriday ason [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
কোমল দুখানি বাহু শরমে লতায়ে
বিকশিত স্তন দুটি আগুলিয়া রয়,
তারি মাঝখানে কি রে রয়েছে লুকায়ে
অতিশয় সযতন গোপন হৃদয়।
সেই নিরালায়, সেই কোমল আসনে,
দুইখানি স্নেহস্ফুট স্তনের ছায়ায়
কিশোর প্রেমের মৃদু প্রদোষকিরণে
আনত আঁখির তলে রাখিবে আমায়।
কত-না মধুর আশা ফুটিছে সেথায়–
গভীর নিশীথে কত বিজন কল্পনা,
উদাস নিশ্বাস-বায়ু বসন্তসন্ধ্যায়,
গোপনে চাঁদিনী রাতে দুটি অশ্রুকণা।
তারি মাঝে আমারে কি রাখিবে যতনে
হৃদয়ের সুমধুর স্বপন-শয়নে।
![হৃদয়-আসন hriday ason [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 কবি কাহিনী তৃতীয় স্বর্গ kabi kahini titio sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-4-2.jpg)
আরও দেখুনঃ