Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

প্রকৃতি পর্ব ২২ – হে তাপস, তব শুষ্ক গান [ He Tapos Tabo Shushka Gaan ]

হে তাপস, তব শুষ্ক গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্বের ২২ নম্বর গান।

 

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1329

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

 

প্রকৃতি পর্ব ২২ – হে তাপস, তব শুষ্ক গান [ He Tapos Tabo Shushka Gaan ]

হে তাপস, তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে

মন আজি মোর উদাস বিভোর কোন্‌ সে ভাবের বশে॥

     তব পিঙ্গল জটা   হানিছে দীপ্ত ছটা,

     তব দৃষ্টির বহ্নিবৃষ্টি অন্তরে গিয়ে পশে॥

          বুঝি না, কিছু না জানি

     মর্মে আমার মৌন তোমার কী বলে রুদ্রবাণী।

     দিগ্‌দিগন্ত দহি   দুঃসহ তাপ বহি

     তব নিশ্বাস আমার বক্ষে রহি রহি নিশ্বসে॥

          সারা হয়ে এলে দিন

     সন্ধ্যামেঘের মায়ার মহিমা নিঃশেষে হবে লীন।

     দীপ্তি তোমার তবে   শান্ত হইয়া রবে,

     তারায় তারায় নীরব মন্ত্রে ভরি দিবে শূন্য সে॥

 

 

আরও পড়ুন…

Exit mobile version