রবীন্দ্রনাথ ঠাকুরের খাপছাড়া কাব্যগ্রন্থের অন্তর্গত “আয়না দেখেই চমকে বলে” একটি সংক্ষিপ্ত কিন্তু প্রখর ব্যঙ্গাত্মক কবিতা, যেখানে আয়নার সামনে দাঁড়িয়ে আত্মমুখোমুখি হওয়ার মুহূর্তকে রসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। কবিতাটি বয়স, মৃত্যুচিন্তা এবং অকারণ ভীতির সঙ্গে সামাজিক কুসংস্কার ও চিকিৎসার অতিরিক্ত বাণিজ্যিকীকরণের প্রবণতাকে কটাক্ষ করেছে। অল্প কথায় তীক্ষ্ণ হাস্যরসের মাধ্যমে মানব-মনস্তত্ত্বের এক সূক্ষ্ম ছবি এঁকেছেন কবি।
কবিতার মৌলিক তথ্য
কবি: রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ: খাপছাড়া
কবিতার নাম: আয়না দেখেই চমকে বলে (কবিতা)
প্রকাশকাল: —
বিষয়ভিত্তিক শ্রেণি: কৌতুক/ব্যঙ্গ
আয়না দেখেই চমকে বলে কবিতা
আয়না দেখেই-চমকে বলে,
“মুখ যে দেখি ফ্যাকাশে,
বেশিদিন আর বাঁচব না তো–‘
ভাবছে বসে একা সে।
ডাক্তারেরা লুটল কড়ি,
খাওয়ায় জোলাপ, খাওয়ায় বড়ি,
অবশেষে বাঁচল না সেই
বয়স যখন একাশি।