তিনকড়ি তোল্পাড়িয়ে উঠল কবিতাটি [ tinkori tolpariye uthlo kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।
তিনকড়ি তোল্পাড়িয়ে উঠল
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ তিনকড়ি-তোল্পাড়িয়ে উঠল
![তিনকড়ি তোল্পাড়িয়ে উঠল কবিতা | tinkori tolpariye uthlo kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর 2 তিনকড়ি তোল্পাড়িয়ে উঠল tinkori tolpariye uthlo [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-11.jpg)
তিনকড়ি তোল্পাড়িয়ে উঠল কবিতা | tinkori tolpariye uthlo kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
তিনকড়ি। তোল্পাড়িয়ে উঠল পাড়া,
তবু কর্তা দেন না সাড়া! জাগুন শিগ্গির জাগুন্।
কর্তা। এলারামের ঘড়িটা যে
চুপ রয়েছে, কই সে বাজে–
তিনকড়ি। ঘড়ি পরে বাজবে, এখন ঘরে লাগল আগুন।
কর্তা। অসময়ে জাগলে পরে
ভীষণ আমার মাথা ধরে–
তিনকড়ি। জানলাটা ঐ উঠল জ্বলে, ঊর্ধ্বশ্বাসে ভাগুন।
কর্তা। বড্ড জ্বালায় তিনকড়িটা–
তিনকড়ি। জ্বলে যে ছাই হল ভিটা,
ফুটপাথে ঐ বাকি ঘুমটা শেষ করতে লাগুন।
![তিনকড়ি তোল্পাড়িয়ে উঠল কবিতা | tinkori tolpariye uthlo kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর 3 তিনকড়ি তোল্পাড়িয়ে উঠল tinkori tolpariye uthlo [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/05/1345416_Wallpaper2-300x225.jpeg)
আরও দেখুনঃ

