কনে দেখা হয়ে গেছে কবিতা | kone dekha hoye gechhe kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

কনে দেখা হয়ে গেছে কবিতাটি [ kone dekha hoye-gechhe kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।

কনে দেখা হয়ে গেছে

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ কনে দেখা-হয়ে গেছে

 

কনে দেখা হয়ে গেছে কবিতা | kone dekha hoye gechhe kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

 

কনে দেখা-হয়ে গেছে, নাম তার চন্দনা;

তোমারে মানাবে ভায়া, অতিশয় মন্দ না।

লোকে বলে, খিট্‌খিটে,   মেজাজটা নয় মিঠে–

     দেবী ভেবে নেই তারে করিলে বা বন্দনা।

     কুঁজো হোক, কালো হোক, কালাও না, অন্ধ না।

Amar Rabindranath Logo

মন্তব্য করুন