ওঠো ওঠো রে , পূজা ২৮৯ | Otho otho re

ওঠো ওঠো রে , পূজা ২৮৯ | Otho otho re  রবীন্দ্রনাথ নিজেও সুগায়ক ছিলেন। বিভিন্ন সভাসমিতিতে তিনি স্বরচিত গান পরিবেশন করতেন। কয়েকটি গান তিনি গ্রামোফোন ডিস্কেও প্রকাশ করেছিলেন। সঙ্গীত প্রসঙ্গে কয়েকটি প্রবন্ধও তিনি রচনা করেন। এছাড়া স্বরচিত নাটকেও তিনি নিজের গান ব্যবহার করতেন।

ওঠো ওঠো রে , পূজা ২৮৯ | Otho otho re
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ওঠো ওঠো রে , পূজা ২৮৯ | Otho otho re

রাগ: বিভাস

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১২৯১

 

ওঠো ওঠো রে , পূজা ২৮৯ | Otho otho re
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ওঠো ওঠো রে:

 

ওঠো ওঠো রে– বিফলে প্রভাত বহে যায় যে।

মেলো আঁখি, জাগো জাগো, থেকো না রে অচেতন ॥

সকলেই তাঁর কাজে ধাইল জগতমাঝে,

জাগিল প্রভাতবায়ু, ভানু ধাইল আকাশপথে ॥

একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু–

একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে।

শুন সে আহ্বানবাণী, চাহো সেই মুখপানে–

তাঁহার আশিস লয়ে

চলো রে যাই সবে তাঁর কাজে ॥

 

ওঠো ওঠো রে , পূজা ২৮৯ | Otho otho re
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন।

আরও দেখুন:

মন্তব্য করুন