জানি হে যবে , পূজা ২৯৯ | Jani he jobe

জানি হে যবে , পূজা ২৯৯ | Jani he jobe রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও সুগায়ক ছিলেন। বিভিন্ন সভাসমিতিতে তিনি স্বরচিত গান পরিবেশন করতেন। কয়েকটি গান তিনি গ্রামোফোন ডিস্কেও প্রকাশ করেছিলেন। সঙ্গীত প্রসঙ্গে কয়েকটি প্রবন্ধও তিনি রচনা করেন। এছাড়া স্বরচিত নাটকেও তিনি নিজের গান ব্যবহার করতেন।

 

জানি হে যবে , পূজা ২৯৯ | Jani he jobe

রাগ: ভৈরবী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩০৬

 

জানি হে যবে , পূজা ২৯৯ | Jani he jobe
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

জানি হে যবে:

জানি হে যবে প্রভাত হবে তোমার কৃপা-তরণী

লইবে মোরে ভবসাগর-কিনারে হে প্রভু।

করি না ভয়, তোমারি জয় গাহিয়া যাব চলিয়া,

দাঁড়াব আসি তব অমৃতদুয়ারে হে প্রভু ॥

জানি হে তুমি যুগে যুগে তোমার বাহু ঘেরিয়া

রেখেছ মোরে তব অসীম ভুবনে হে–

জনম মোরে দিয়েছ তুমি আলোক হতে আলোকে,

জীবন হতে নিয়েছ নব জীবনে হে প্রভু ॥

জানি হে নাথ, পুণ্যপাপে হৃদয় মোর সতত

শয়ান আছে তব নয়নমুখে হে প্রভু।

আমার হাতে তোমার হাত রয়েছে দিনরজনী,

সকল পথে-বিপথে সুখে-অসুখে হে প্রভু।

জানি হে জানি জীবন মম বিফল কভু হবে না,

দিবে না ফেলি বিনাশভয়পাথারে হে–

এমন দিনে আসিবে যবে করুণাভরে আপনি

ফুলের মতো তুলিয়া লবে তাহারে হে প্রভু ॥

 

জানি হে যবে , পূজা ২৯৯ | Jani he jobe
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন। তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়। এই খণ্ডে প্রকাশিত গানগুলি ‘গীতিনাট্য’, ‘নৃত্যনাট্য’, ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’, ‘নাট্যগীতি’, ‘জাতীয় সংগীত’, ‘পূজা ও প্রার্থনা’, ‘আনুষ্ঠানিক সংগীত, ‘প্রেম ও প্রকৃতি’ ইত্যাদি পর্যায়ে বিন্যস্ত। ৬৪ খণ্ডে প্রকাশিত স্বরবিতান গ্রন্থে রবীন্দ্রনাথের যাবতীয় গানের স্বরলিপি প্রকাশিত হয়েছে।

 

জানি হে যবে , পূজা ২৯৯ | Jani he jobe
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুনঃ

মন্তব্য করুন