বাহু
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]
কবিতার শিরনামঃ বা’হু
![বাহু bahu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 বাহু bahu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-12-1-300x158.jpg)
Table of Contents
বাহু bahu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
কাহারে জড়াতে চাহে দুটি বা’হু লতা।
কাহারে কাঁদিয়া বলে যেওনা যেওনা।
কেমনে প্রকাশ করে ব্যাকুল বাসনা,
কে শুনেছে বা’হুর নীরব আকুলতা!
কোথা হতে নিয়ে আসে হৃদয়ের কথা
গায়ে লিখে দিয়ে যায় পুলক অক্ষরে!
পরশে বহিয়া আনে মরম বারতা
মোহ মেথে রেখে যায় প্রাণের ভিতরে!
কণ্ঠ হ’তে উতারিয়া যৌবনের মালা
দুইটি আঙ্গুলে ধরি তুলি দেয় গলে।
দুটি বা’হু বহি আনে হৃদয়ের ডালা
রেখে দিয়ে যায় যেন চরণের তলে!
লতায়ে থাকুক বুকে চির আলিঙ্গন,
ছিঁড়োনা ছিঁড়োনা দুটি বা’হুর বন্ধন!
![বাহু bahu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 বাহু bahu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-3-1.jpg)
আরও দেখুনঃ