শক্তির-শক্তি
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কণিকা
কবিতার শিরনামঃ শক্তির-শক্তি
![শক্তির শক্তি shaktir shakti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 শক্তির শক্তি shaktir shakti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-4-1.jpg)
Table of Contents
শক্তির শক্তি shaktir shakti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
দিবসে চক্ষুর দম্ভ দৃষ্টিশক্তি লয়ে,
রাত্রি যেই হল সেই অশ্রু যায় বয়ে!
আলোরে কহিল–আজ বুঝিয়াছি ঠেকি
তোমারি প্রসাদবলে তোমারেই দেখি।
![শক্তির শক্তি shaktir shakti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 যথার্থ আপন jothartho apon [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-2-1.jpg)
আরও দেখুনঃ