চিরনবীনতা chironobinota [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

চিরন-বীনতা

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কণিকা

কবিতার শিরনামঃ চিরন-বীনতা

চিরনবীনতা chironobinota [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

 

দিনান্তের মুখ চুম্বি রাত্রি ধীরে কয়–

আমি মৃত্যু তোর মাতা, নাহি মোরে ভয়।

নব নব জন্মদানে পুরাতন দিন

আমি তোরে ক’রে দিই প্রত্যহ নবীন।

মন্তব্য করুন