আরম্ভ-ও শেষ
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কণিকা
কবিতার শিরনামঃ আরম্ভ-ও শেষ
![আরম্ভ ও শেষ arombho o shesh [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 আরম্ভ ও শেষ arombho o shesh [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-2-1.jpg)
Table of Contents
আরম্ভ ও শেষ arombho o shesh [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
শেষ কহে, একদিন সব শেষ হবে,
হে আরম্ভ, বৃথা তব অহংকার তবে।
আরম্ভ কহিল ভাই, যেথা শেষ হয়
সেইখানে পুনরায় আরম্ভ-উদয়।
![আরম্ভ ও শেষ arombho o shesh [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 যথার্থ আপন jothartho apon [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-4-1.jpg)
আরও দেখুনঃ