অচেনাকে ভয় কী আমার ওরে ochenake bhoy ki amar ore [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরোনামঃ অচেনাকে ভয় কী আমার ওরে
![অচেনাকে ভয় কী আমার ওরে ochenake bhoy ki amar ore [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 অচেনাকে ভয় কী আমার ওরে ochenake bhoy ki amar ore [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-1.jpg)
অচেনাকে ভয় কী আমার ওরে ochenake bhoy ki amar ore [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
অচেনাকে ভয় কী আমার ওরে।
অচেনাকেই চিনে চিনে
উঠবে জীবন ভরে।
![অচেনাকে ভয় কী আমার ওরে ochenake bhoy ki amar ore [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 অচেনাকে ভয় কী আমার ওরে ochenake bhoy ki amar ore [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-2.jpg)
জানি জানি আমার চেনা
কোনো কালেই ফুরাবে না,
চিহ্নহারা পথে আমায়
টানবে অচিন-ডোরে।
ছিল আমার মা অচেনা,
নিল আমায় কোলে।
![অচেনাকে ভয় কী আমার ওরে ochenake bhoy ki amar ore [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 অচেনাকে ভয় কী আমার ওরে ochenake bhoy ki amar ore [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-3.jpg)
সকল প্রেমই অচেনা গো,
তাই তো হৃদয় দোলে।
অচেনা এই ভুবন-মাঝে
কত সুরেই হৃদয় বাজে,
অচেনা এই জীবন আমার–
বেড়াই তারি ঘোরে।
তিনকড়ি তোল্পাড়িয়ে উঠল tinkori tolpariye uthlo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যথার বেশে এল আমার দ্বারে byathar beshe elo amar dware [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
সরিয়ে দিয়ে আমার ঘুমের soriye diye amar ghumer [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর