অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো কবিতা | Ondhokarer utso hote utsorito alo Kobita | গীতালি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো কবিতা [ ondhokarer utsohote utsorito alo kobita ] টি রবীন্দ্রনাথ ঠাকুর এর গী-তালি কাব্যগ্রন্থ এর অন্তর্গত। গীতালি রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “গীতাঞ্জলি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কবিতার নামঃ অন্ধ-কারের উৎস হতে উৎসারিত আলো

কাব্যগ্রন্থের নামঃ গীতালি [ ১৯১৪ ]

অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো ondhokarer utso hote utsorito alo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
– রবীন্দ্রনাথ ঠাকুর

অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো কবিতা | Ondhokarer utso hote utsorito alo Kobita | গী-তালি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো

       সেই তো তোমার আলো।

সকল দ্বন্দ্ব-বিরোধ-মাঝে জাগ্রত যে ভালো,

       সেই তো তোমার ভালো।

অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো ondhokarer utso hote utsorito alo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ

       সেই তো তোমার গেহ।

সমর-ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ

       সেই তো তোমার স্নেহ।

সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান

       সেই তো তোমার দান।

মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ

       সেই তো তোমার প্রাণ।

বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি

       সেই তো স্বর্গভূমি।

সবায় নিয়ে সবার মাঝে লুকিয়ে আছ তুমি

       সেই তো আমার তুমি।

অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো ondhokarer utso hote utsorito alo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
– রবীন্দ্রনাথ ঠাকুর

আরও পড়ুনঃ

Amar Rabindranath Logo

মন্তব্য করুন