আছে আমার হৃদয় আছে ভরে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ আছে আমার-হৃদয় আছে ভরে
![আছে আমার হৃদয় আছে ভরে achhe amar hridoy achhe bhore [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 2 আছে আমার হৃদয় আছে ভরে achhe amar hridoy achhe bhore [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-2-1.jpg)
Table of Contents
আছে আমার হৃদয় আছে ভরে achhe amar hridoy achhe bhore [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
আছে আমার-হৃদয় আছে ভরে
এখন তুমি যা-খুশি তাই করো।
এমনি যদি বিরাজ অন্তরে
বাহির হতে সকলি মোর হরো।
সব পিপাসার যেথায় অবসান
সেথায় যদি পূর্ণ কর প্রাণ,
তাহার পরে মরুপথের মাঝে
উঠে রৌদ্র উঠুক খরতর।
এই যে খেলা খেলছ কত ছলে
এই খেলা তো আমি ভালোবাসি।
এক দিকেতে ভাসাও আঁখিজলে
আরেক দিকে জাগিয়ে তোল হাসি।
যখন ভাবি সব খোয়ালেম বুঝি,
গভীর করে পাই তাহারে খুঁজি,
কোলের থেকে যখন ফেল দূরে
বুকের মাঝে আবার তুলে ধর।
![আছে আমার হৃদয় আছে ভরে achhe amar hridoy achhe bhore [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 3 বহুরে যা এক করে, বিচিত্রেরে করে যা সরস bohure ja ek kore bichitrere kore ja soros [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-12-1-300x158.jpg)
আরও দেখুনঃ