আজি-ঝড়ের রাতে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ আজি-ঝড়ের রাতে
![আজি ঝড়ের রাতে aji jhorer rate [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 2 আজি ঝড়ের রাতে aji jhorer rate [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-18-2.jpg)
Table of Contents
আজি ঝড়ের রাতে aji jhorer rate [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
আজি ঝড়ের-রাতে তোমার অভিসার,
পরানসখা বন্ধু হে আমার।
আকাশ কাঁদে হতাশ-সম,
নাই যে ঘুম নয়নে মম,
দুয়ার খুলি হে প্রিয়তম,
চাই যে বারে বার।
পরানসখা বন্ধু হে আমার।
বাহিরে কিছু দেখিতে নাহি পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই।
সুদূর কোন্ নদীর পারে,
গহন কোন্ অন্ধকারে
হতেছ তুমি পার।
পরানসখা বন্ধু হে আমার।
![আজি ঝড়ের রাতে aji jhorer rate [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 3 আমার মাঝারে যে আছে aamaar maajhaare je aachhe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-6-300x162.jpg)
আরও দেখুনঃ