আজ বারি ঝরে ঝর ঝর
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ আজ-বারি ঝরে ঝর ঝর
![আজ বারি ঝরে ঝর ঝর aj bari jhore jhoro jhoro [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 2 আজ বারি ঝরে ঝর ঝর aj bari jhore jhoro jhoro [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-4-1.jpg)
Table of Contents
আজ বারি ঝরে ঝর ঝর aj bari jhore jhoro jhoro [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
আজ বারি-ঝরে ঝর ঝর
ভরা বাদরে।
আকাশ-ভাঙা আকুল ধারা
কোথাও না ধরে।
শালের বনে থেকে থেকে
ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে,
জল ছুটে যায় এঁকেবেঁকে
মাঠের ‘পরে।
আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে
নৃত্য কে করে।
ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন,
লুটেছে ওই ঝড়ে,
বুক ছাপিয়ে তরঙ্গ মোর
কাহার পায়ে পড়ে।
অন্তরে আজ কী কলরোল,
দ্বারে দ্বারে ভাঙল আগল,
হৃদয়-মাঝে জাগল পাগল
আজি ভাদরে।
আজ এমন করে কে মেতেছে
বাহিরে ঘরে।
![আজ বারি ঝরে ঝর ঝর aj bari jhore jhoro jhoro [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 3 অচির বসন্ত হায় এল, গেল চলে ochir bosonto hay gelo chole [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-16-1.jpg)
আরও দেখুনঃ