আপন হতে বাহির হয়ে apon hote bahir hoye baire [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরোনামঃ আপন হতে বাহির হয়ে
![আপন হতে বাহির হয়ে apon hote bahir hoye baire [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 আপন হতে বাহির হয়ে apon hote bahir hoye baire [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-2-1.jpg)
আপন হতে বাহির হয়ে apon hote bahir hoye baire [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
আ-পন হতে বাহির হয়ে
বাইরে দাঁড়া,
বুকের মাঝে বিশ্বলোকের
![আপন হতে বাহির হয়ে apon hote bahir hoye baire [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 আপন হতে বাহির হয়ে apon hote bahir hoye baire [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-3-1.jpg)
পাবি সাড়া।
এই-যে বিপুল ঢেউ লেগেছে
তোর মাঝেতে উঠুক নেচে,
সকল পরান দিক-না নাড়া–
বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া।
বোস্-না ভ্রমর এই নীলিমায়
আসন লয়ে
![আপন হতে বাহির হয়ে apon hote bahir hoye baire [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 আপন হতে বাহির হয়ে apon hote bahir hoye baire [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-20-300x166.jpg)
অরুণ-আলোর স্বর্ণরেণু
মাখা হয়ে।
যেখানেতে অগাধ ছুটি
মেল্ সেথা তোর ডানা দুটি,
সবার মাঝে পাবি ছাড়া–
বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া।
চিত্রা chitra [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর