আবার এরা ঘিরেছে মোর মন
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ আবার-এরা ঘিরেছে মোর মন
![আবার এরা ঘিরেছে মোর মন abar era ghirechhe mor mon [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 2 আবার এরা ঘিরেছে মোর মন abar era ghirechhe mor mon [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-16-1.jpg)
Table of Contents
আবার এরা ঘিরেছে মোর মন abar era ghirechhe mor mon [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
আবার এরা-ঘিরেছে মোর মন।
আবার চোখে নামে যে আবরণ।
আবার এ যে নানা কথাই জমে,
চিত্ত আমার নানা দিকেই ভ্রমে,
দাহ আবার বেড়ে ওঠে ক্রমে,
আবার এ যে হারাই শ্রীচরণ।
তব নীরব বাণী হৃদয়তলে
ডোবে না যেন লোকের কোলাহলে।
সবার মাঝে আমার সাথে থাকো,
আমায় সদা তোমার মাঝে ঢাকো,
নিয়ত মোর চেতনা-‘পরে রাখো
আলোকে-ভরা উদার ত্রিভুবন।
![আবার এরা ঘিরেছে মোর মন abar era ghirechhe mor mon [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 3 আপনারে তুমি করিবে গোপন aapanaare tumi karibe gopan [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-4-2.jpg)
আরও দেখুনঃ