আবার যদি ইচ্ছা কর abar jodi ichchha koro [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরোনামঃ আবার যদি ইচ্ছা কর
![আবার যদি ইচ্ছা কর abar jodi ichchha koro [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 আবার যদি ইচ্ছা কর abar jodi ichchha koro [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-2.jpeg)
আবার যদি ইচ্ছা কর abar jodi ichchha koro [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
আ-বার যদি ইচ্ছা কর
আবার আসি ফিরে
দুঃখসুখের-ঢেউ-খেলানো
এই সাগরের তীরে।
![আবার যদি ইচ্ছা কর abar jodi ichchha koro [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 আবার যদি ইচ্ছা কর abar jodi ichchha koro [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-3.jpeg)
আবার জলে ভাসাই ভেলা,
ধুলার ‘পরে করি খেলা,
হাসির মায়ামৃগীর পিছে
ভাসি নয়ন-নীরে।
কাঁটার পথে আঁধার রাতে
আবার যাত্রা করি–
![আবার যদি ইচ্ছা কর abar jodi ichchha koro [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 আবার যদি ইচ্ছা কর abar jodi ichchha koro [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-4.jpeg)
আঘাত খেয়ে বাঁচি কিম্বা
আঘাত খেয়ে মরি।
আবার তুমি ছদ্মবেশে
আমার সাথে খেলাও হেসে,
নূতন প্রেমে ভালোবাসি
আবার ধরণীরে।
![আবার যদি ইচ্ছা কর abar jodi ichchha koro [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 5 আবার যদি ইচ্ছা কর abar jodi ichchha koro [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-5.jpeg)
আরও পড়ুনঃ
নাই কি রে তীর nai ki re tir nai kire [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
বাজিয়েছিলে বীণা তোমার bajiyechhile bina tomar [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
মাস্টার বলে তুমি দেবে ম্যাট্রিক mastar kore tumi debe matric [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর