রবীন্দ্রনাথ এর গান [ রবীন্দ্র সংগীত, Rabindra Sangeet ] : আমারা নতুন শিল্পীদের দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান গুলো আবার করাচ্ছি। এর মানে এই নয় যে আগের গুলোর চেয়ে ভালো হচ্ছে। অনেক গুনি শিল্পী জন্মেছেন এখানে। তারা রবীন্দ্রনাথের গানের মাইলস্টোন রেখে গেছেন। সেই অর্থে বলতে গেলে তাদের চেয়ে ভালো গান বাজনা করা প্রায় অসম্ভব। তাই বলে সেটি নিয়েই আমাদের পড়ে থাকলে হবে না। শিল্প সাহিত্য নদীর স্রোতের মতো। যত পরিশুদ্ধই তা হোক, থেমে গেলে নষ্ট হয়ে যায়। তাই আমরা চেষ্টা করছি রবীন্দ্রনাথের গানগুলো নতুনদের নিয়ে করে, সেই কাজটিকেই এগিয়ে নিতে।
আমরা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় নিয়মিত গান আপলোড করছি। আপলোড করছি কবিতা। আপনারা যুক্ত থাকুন।
Table of Contents
আমাদের রবীন্দ্র সংগীত তালিকা [ Our covered Rabindra Sangeet List ] :
বাদল দিনের প্রথম ফুল [Badol Diner Prothom Kodom Ful]
দাড়িয়ে আছো তুমি আমার [ Dariye Acho Tumi ] Lyrics :
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ,
আমি পাই নে তোমারে।
দাঁড়িয়ে আছো তুমি আমার
গানের ওপারে।
বাতাস বহে মরি মরি,
আর বেঁধে রেখো না তরী।
এসো এসো পার হয়ে মোর
হৃদয়- মাঝারে।
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আজি বিজন ঘরে নিশিথ রাতে লিরিক | Aji Bijon Ghore Nishit Rate Lyrics :
আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে –
আমি তাইতে কি ভয় মানি !
জানি জানি, বন্ধু, জানি –
তোমার আছে তো হাতখানি ।।
চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে,
এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি ।
জানি জানি, বন্ধু, জানি –
তোমার আছে তো হাতখানি ।।
আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,
তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা ।
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে,
এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি ।
জানি জানি, বন্ধু, জানি –
তোমার আছে তো হাতখানি ।।
তুমি কোন কাননের ফুল লিরিক্স | Tumi kon kanoner ful lyrics :
তুমি কোন্ কাননের ফুল
কোন্ গগনের তারা
তোমায় কোথায় দেখেছি
যেন কোন্ স্বপনের পারা
তুমি কোন্ কাননের ফুল
কোন্ গগনের তারা
কবে তুমি গেয়েছিলে
আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি
কবে তুমি গেয়েছিলে
আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি
শুধু মনের মধ্যে জেগে আছে
ওই নয়নের তারা
তুমি কোন্ কাননের ফুল
কোন্ গগনের তারা
তুমি ডাক দিয়েছ কোন সকালে লিরিক্স | Tumi dak diyecho kon sokale lyrics :
তুমি ডাক দিয়েছ কোন্ সকালে কেউ তা জানে না,
আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না ॥
ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে,
তোমার মতো এমন টানে কেউ তো টানে না ॥
বেজে ওঠে পঞ্চমে স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর,
বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না।
আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা,
এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না ॥
আজি তোমায় আবার চাই শুনাবারে লিরিক্স | Aji tomay abar chai sunabare lyrics :
আজি তোমায় আবার চাই শুনাবারে
যে কথা শুনায়েছি বারে বারে॥
আমার পরানে আজি যে বাণী উঠিছে বাজি
অবিরাম বর্ষণধারে॥
কারণ শুধায়ো না, অর্থ নাহি তার,
সুরের সঙ্কেত জাগে পুঞ্জিত বেদনার।
স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে
কানে কানে গুঞ্জরিব তাই
বাদলের অন্ধকারে॥
আমার রাত পোহালো শারদ প্রাতে | Amar rat pohalo sharad prate
আমার রাত পোহালো শারদ প্রাতে
আমার রাত পোহাল
বাঁশি, বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে?
আমার রাত পোহাল
তোমার বুকে বাজল ধ্বনি
বিদায়গাথা, আগমনী, কত যে
ফাল্গুনে শ্রাবণে, কত প্রভাতে রাতে
আমার রাত পোহাল
যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে
গানে গানে নিয়েছিলে চুরি করে
অগোচরে
সময় যে তার হল গত
নিশিশেষের তারার মতো
হল গত
শেষ করে দাও শিউলিফুলের মরণ সাথে
আমার রাত পোহাল শারদ প্রাতে
আমার রাত পোহাল
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী | Ami tomar preme hobo sobar lyrics :
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী।
আমি সকল দাগে হব দাগি॥
তোমার পথের কাঁটা করব চয়ন, যেথা তোমার ধুলার শয়ন
সেথা আঁচল পাতব আমার তোমার রাগে অনুরাগী॥
আমি শুচি-আসন টেনে টেনে বেড়াব না বিধান মেনে,
যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি॥
আরও দেখুন:
- আমার রবীন্দ্রনাথ : ইউটিউব চ্যানেল
- আমার রবীন্দ্রনাথ : ফেসবুক পেজ
- আমাদের সাথে যোগাযোগ
- আমার রবীন্দ্রনাথ – অনুনয় চট্টোপাধ্যায়
- আমার রবীন্দ্রনাথ – অলোকরঞ্জন দাশগুপ্ত
“আমাদের রবীন্দ্র সংগীত তালিকা [ Our covered Rabindra Sangeet List ]”-এ 1-টি মন্তব্য