আমার একলা ঘরের আড়াল
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ আমার-একলা ঘরের আড়াল
![আমার একলা ঘরের আড়াল amar ekla ghorer aral [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 2 আমার একলা ঘরের আড়াল amar ekla ghorer aral [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-2-1.jpg)
Table of Contents
আমার একলা ঘরের আড়াল amar ekla ghorer aral [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
আমার একলা-ঘরের আড়াল ভেঙে
বিশাল ভবে
প্রাণের রথে বাহির হতে
পারব কবে।
প্রবল প্রেমে সবার মাঝে
ফিরব ধেয়ে সকল কাজে,
হাটের পথে তোমার সাথে
মিলন হবে,
প্রাণের রথে বাহির হতে
পারব কবে।
নিখিল আশা-আকাঙক্ষা-ময়
দুঃখে সুখে,
ঝাঁপ দিয়ে তার তরঙ্গপাত
ধরব বুকে।
মন্দভালোর আঘাতবেগে,
তোমার বুকে উঠব জেগে,
শুনব বাণী বিশ্বজনের
কলরবে।
প্রাণের রথে বাহির হতে
পারব কবে।
![আমার একলা ঘরের আড়াল amar ekla ghorer aral [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 3 আজিকে গহন কালিমা লেগেছে ajike gohon kalima legechhe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-3-2.jpg)
আরও দেখুনঃ