আমার এ গান ছেড়েছে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ আমার এ-গান ছেড়েছে
![আমার এ গান ছেড়েছে amar e gan chherechhe [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 2 আমার এ গান ছেড়েছে amar e gan chherechhe [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-4-1.jpg)
Table of Contents
আমার এ গান ছেড়েছে amar e gan chherechhe [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
আমার এ-গান ছেড়েছে তার
সকল অলংকার,
তোমার কাছে রাখে নি আর
সাজের অহংকার।
অলংকার যে মাঝে পড়ে
মিলনেতে আড়াল করে,
তোমার কথা ঢাকে যে তার
মুখর ঝংকার।
তোমার কাছে খাটে না মোর
কবির গরব করা,
মহাকবি, তোমার পায়ে
দিতে চাই যে ধরা।
জীবন লয়ে যতন করি’
যদি সকল বাঁশি গড়ি,
আপন সুরে দিবে ভরি
সকল ছিদ্র তার।
![আমার এ গান ছেড়েছে amar e gan chherechhe [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 3 জ্বালো ওগো জ্বালো ওগো সন্ধ্যাদীপ জ্বালো jwalo ogo jwalo ogo sondhyadip jwalo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-3-1.jpg)
আরও দেখুনঃ