আমার এ প্রেম নয় তো ভীরু
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ আমার এ-প্রেম নয় তো ভীরু
![আমার এ প্রেম নয় amar e prem noy [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 2 আমার এ প্রেম নয় amar e prem noy [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-20-300x166.jpg)
Table of Contents
আমার এ প্রেম নয় amar e prem noy [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
আমার-এ প্রেম নয় তো ভীরু,
নয় তো হীনবল,
শুধু কি এ ব্যাকুল হয়ে
ফেলবে অশ্রুজল।
মন্দমধুর সুখে শোভায়
প্রেমকে কেন ঘুমে ডোবায়।
তোমার সাথে জাগতে সে চায়
আনন্দে পাগল।
নাচো যখন ভীষণ সাজে
তীব্র তালের আঘাত বাজে,
পালায় ত্রাসে পালায় লাজে
সন্দেহ-বিহ্বল।
সেই প্রচণ্ড মনোহরে
প্রেম যেন মোর বরণ করে,
ক্ষুদ্র আশার স্বর্গ তাহার
দিক সে রসাতল।
![আমার এ প্রেম নয় amar e prem noy [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 3 আজি হেরিতেছি আমি aaji heritechhi aami [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-40-3.jpg)
আরও দেখুনঃ