আমার চিত্ত তোমায় নিত্য হবে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ আমার চিত্ত-তোমায় নিত্য হবে
![আমার চিত্ত তোমায় নিত্য হবে amar chitto tomay nityo habe [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 2 আমার চিত্ত তোমায় নিত্য হবে amar chitto tomay nityo habe [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-18-2.jpg)
Table of Contents
আমার চিত্ত তোমায় নিত্য হবে amar chitto tomay nityo habe [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
আমার চিত্ত-তোমায় নিত্য হবে
সত্য হবে–
ওগো সত্য,আমার এমন সুদিন
ঘটবে কবে।
সত্য সত্য সত্য জপি,
সকল বুদ্ধি সত্যে সঁপি,
সীমার বাঁধন পেরিয়ে যাব
নিখিল ভবে,
সত্য, তোমার পূর্ণ প্রকাশ
দেখব কবে।
তোমায় দূরে সরিয়ে, মরি
আপন অসত্যে।
কী যে কাণ্ড করি গো সেই
ভূতের রাজত্বে।
আমার আমি ধুয়ে মুছে
তোমার মধ্যে যাবে ঘুচে,
সত্য, তোমায় সত্য হব
বাঁচব তবে,
তোমার মধ্যে মরণ আমার
মরবে কবে।
![আমার চিত্ত তোমায় নিত্য হবে amar chitto tomay nityo habe [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 3 বহুরে যা এক করে, বিচিত্রেরে করে যা সরস bohure ja ek kore bichitrere kore ja soros [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-12-1-300x158.jpg)
আরও দেখুনঃ