আমার নয়ন ভুলানো এলে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ আমার নয়ন ভুলানো এলে
![আমার নয়ন-ভুলানো এলে amar noyon bhulano ele [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 2 আমার নয়ন-ভুলানো এলে amar noyon bhulano ele [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-3-2.jpg)
Table of Contents
আমার নয়ন-ভুলানো এলে amar noyon bhulano ele [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
আমার নয়ন ভুলানো এলে।
আমি কী হেরিলাম হৃদয় মেলে।
শিউলিতলার পাশে পাশে
ঝরা ফুলের রাশে রাশে
শিশির-ভেজা ঘাসে ঘাসে
অরুণ-রাঙা-চরণ ফেলে
নয়ন-ভুলানো এলে।
আলোছায়ার আঁচলখানি
লুটিয়ে পড়ে বনে বনে,
ফুলগুলি ওই মুখে চেয়ে
কী কথা কয় মনে মনে।
তোমায় মোরা করব বরণ,
মুখের ঢাকা করো হরণ,
ওই টুকু ওই মেঘাবরণ
দু হাত দিয়ে ফেলো ঠেলে।
নয়ন-ভুলানো এলে।
বনদেবীর দ্বারে দ্বারে
শুনি গভীর শঙ্খধনি,
আকাশবীণার তারে তারে
জাগে তোমার আগমনী।
কোথায় সোনার নূপুর বাজে,
বুঝি আমার হিয়ার মাঝে,
সকল ভাবে সকল কাজে
পাষাণ-গালা সুধা ঢেলে–
নয়ন-ভুলানো এলে।
![আমার নয়ন-ভুলানো এলে amar noyon bhulano ele [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 3 আপনারে তুমি করিবে গোপন aapanaare tumi karibe gopan [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-4-2.jpg)
আরও দেখুনঃ
এই মোর সাধ যেন এ জীবনমাঝে ei mor sadh jeno e jibonmajhe [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
এই জ্যোৎস্নারাতে জাগে ei jyotsnarate jage [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
একা আমি ফিরব না আর eka ami phirbo na ar [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর