আমার মাঝে তোমার-লীলা হবে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ আমার মাঝে-তোমার লীলা হবে
![আমার মাঝে তোমার লীলা হবে amar majhe tomar lila hobe [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 2 আমার মাঝে তোমার লীলা হবে amar majhe tomar lila hobe [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-40-3.jpg)
Table of Contents
আমার মাঝে তোমার লীলা হবে amar majhe tomar lila hobe [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
আমার মাঝে-তোমার লীলা হবে,
তাই তো আমি এসেছি এই ভবে।
এই ঘরে সব খুলে যাবে দ্বার,
ঘুচে যাবে সকল অহংকার,
আনন্দময় তোমার এ সংসারে
আমার কিছু আর বাকি না রবে।
মরে গিয়ে বাঁচব আমি, তবে
আমার মাঝে তোমার লীলা হবে।
সব বাসনা যাবে আমার থেমে
মিলে গিয়ে তোমারি এক প্রেমে,
দুঃখসুখের বিচিত্র জীবনে
তুমি ছাড়া আর কিছু না রবে।
![আমার মাঝে তোমার লীলা হবে amar majhe tomar lila hobe [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 3 অত চুপি চুপি কেন কথা কও oto chupi chupi keno kotha kao [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-6-300x162.jpg)
আরও দেখুনঃ
এই মোর সাধ যেন এ জীবনমাঝে ei mor sadh jeno e jibonmajhe [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
এই জ্যোৎস্নারাতে জাগে ei jyotsnarate jage [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
একা আমি ফিরব না আর eka ami phirbo na ar [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর