আমার মাথা নত করে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ আমার মাথা-নত করে
![আমার মাথা নত করে amar matha noto kore [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 2 আমার মাথা নত করে amar matha noto kore [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-2-2.jpg)
Table of Contents
আমার মাথা নত করে amar matha noto kore [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
আমার মাথা-নত করে দাও হে তোমার
চরণধুলার তলে।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে।
নিজেরে করিতে গৌরব দান
নিজেরে কেবলি করি অপমান,
আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া
ঘুরে মরি পলে পলে।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে।
আমারে না যেন করি প্রচার
আমার আপন কাজে;
তোমারি ইচ্ছা করো হে পূর্ণ
আমার জীবন-মাঝে।
যাচি হে তোমার চরম শান্তি,
পরানে তোমার পরম কান্তি,
আমারে আড়াল করিয়া দাঁড়াও
হৃদয়পদ্মদলে।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে।
![আমার মাথা নত করে amar matha noto kore [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 3 দেখিলাম খানকয় পুরাতন চিঠি dekhilam khankoyek puraton chithi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-5-1.jpg)
আরও দেখুনঃ