আমার রাত পোহালো শারদ প্রাতে | Amar rat pohalo sharad prate | রবীন্দ্রনাথ ঠাকুর

আমার রাত পোহালো শারদ প্রাতে | Amar rat pohalo sharad prate|

আমার রাত পোহালো শারদ প্রাতে | Amar rat pohalo sharad prate | রবীন্দ্রনাথ ঠাকুর

আমার রাত পোহালো শারদ প্রাতে | Amar rat pohalo sharad prate :

আমার রাত পোহালো শারদ প্রাতে
আমার রাত পোহাল
বাঁশি, বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে?
আমার রাত পোহাল
তোমার বুকে বাজল ধ্বনি
বিদায়গাথা, আগমনী, কত যে
ফাল্গুনে শ্রাবণে, কত প্রভাতে রাতে
আমার রাত পোহাল

আমার রাত পোহালো শারদ প্রাতে | Amar rat pohalo sharad prate | রবীন্দ্রনাথ ঠাকুর

 

যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে
গানে গানে নিয়েছিলে চুরি করে
অগোচরে
সময় যে তার হল গত
নিশিশেষের তারার মতো
হল গত
শেষ করে দাও শিউলিফুলের মরণ সাথে
আমার রাত পোহাল শারদ প্রাতে
আমার রাত পোহাল

 

রবীন্দ্রনাথ ঠাকুর:

জীবনের শেষ দশকে (১৯৩২-১৯৪১) রবীন্দ্রনাথের মোট পঞ্চাশটি গ্রন্থ প্রকাশিত হয়। তার এই সময়কার কাব্যগ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পুনশ্চ (১৯৩২), শেষ সপ্তক (১৯৩৫), শ্যামলী ও পত্রপুট (১৯৩৬) – এই গদ্যকবিতা সংকলন তিনটি।[৫] জীবনের এই পর্বে সাহিত্যের নানা শাখায় পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন রবীন্দ্রনাথ। তার এই পরীক্ষা-নিরীক্ষার ফসল হলো তার একাধিক গদ্যগীতিকা ও নৃত্যনাট্য চিত্রাঙ্গদা (১৯৩৬; চিত্রাঙ্গদা (১৮৯২) কাব্যনাট্যের নৃত্যাভিনয়-উপযোগী রূপ) , শ্যামা (১৯৩৯) ও চণ্ডালিকা (১৯৩৯) নৃত্যনাট্যত্রয়ী। এছাড়া রবীন্দ্রনাথ তার শেষ তিনটি উপন্যাসও (দুই বোন (১৯৩৩), মালঞ্চ (১৯৩৪) ও চার অধ্যায় (১৯৩৪)) এই পর্বে রচনা করেছিলেন। তার অধিকাংশ ছবি জীবনের এই পর্বেই আঁকা। এর সঙ্গে সঙ্গে জীবনের শেষ বছরগুলিতে বিজ্ঞান বিষয়ে আগ্রহী হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথ। ১৯৩৭ সালে প্রকাশিত হয় তার বিজ্ঞান-বিষয়ক প্রবন্ধ সংকলন বিশ্বপরিচয়। এই গ্রন্থে তিনি জ্যোতির্বিজ্ঞানের আধুনিকতম সিদ্ধান্তগুলি সরল বাংলা গদ্যে লিপিবদ্ধ করেছিলেন। পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে তার অর্জিত জ্ঞানের প্রভাব পরিলক্ষিত হয় তার কাব্যেও। সে (১৯৩৭), তিন সঙ্গী (১৯৪০) ও গল্পসল্প (১৯৪১) গল্পসংকলন তিনটিতে তার বিজ্ঞানী চরিত্র-কেন্দ্রিক একাধিক গল্প সংকলিত হয়েছে।

আমার রাত পোহালো শারদ প্রাতে | Amar rat pohalo sharad prate | রবীন্দ্রনাথ ঠাকুর

আরও দেখুন:

মন্তব্য করুন