আমি যারে ভালোবাসি সে ছিল ami jare bhalobasi se chhilo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি যারে ভালোবাসি সে ছিল ami jare bhalobasi se chhilo [ কবিতা ]

রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : উৎসর্গ [ ১৯১৪]

কবিতার শিরোনামঃ আমি যারে ভালোবাসি সে ছিল

 

আমি যারে ভালোবাসি সে ছিল ami jare bhalobasi se chhilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

আমি যারে ভালোবাসি সে ছিল ami jare bhalobasi se chhilo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি যারে ভালোবাসি সে ছিল এই গাঁয়ে,

বাঁকা পথের ডাহিন পাশে, ভাঙা ঘাটের বাঁয়ে।

             কে জানে এই গ্রাম,

             কে জানে এর নাম,

খেতের ধারে মাঠের পারে বনের ঘন ছায়ে–

শুধু আমার হৃদয় জানে সে ছিল এই গাঁয়ে।

আমি যারে ভালোবাসি সে ছিল ami jare bhalobasi se chhilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
– রবীন্দ্রনাথ ঠাকুর

বেণুশাখারা আড়াল দিয়ে চেয়ে আকাশ-পানে

কত সাঁঝের চাঁদ-ওঠা সে দেখেছে এইখানে।

             কত আষাঢ় মাসে

             ভিজে মাটির বাসে

বাদলা হাওয়া বয়ে গেছে তাদের কাঁচা ধানে।

সে-সব ঘনঘটার দিনে সে ছিল এইখানে।

এই দিঘি, ওই আমের বাগান, ওই-যে শিবালয়,

এই আঙিনা ডাক-নামে তার জানে পরিচয়।

             এই পুকুরে তারি,

             সাঁতার-কাটা বারি,

ঘাটের পথরেখা তারি চরণ-লেখা-ময়।

এই গাঁয়ে সে ছিল কে সেই জানে পরিচয়।

আমি যারে ভালোবাসি সে ছিল ami jare bhalobasi se chhilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
– রবীন্দ্রনাথ ঠাকুর

এই যাহারা কলস নিয়ে দাঁড়ায় ঘাটে আসি

এরা সবাই দেখেছিল তারি মুখের হাসি।

             কুশল পুছি তারে

             দাঁড়াত তার দ্বারে

লাঙল কাঁধে চলছে মাঠে ওই-যে প্রাচীন চাষি।

সে ছিল এই গাঁয়ে আমি যারে ভালোবাসি।

পালের তরী কত-যে যায় বহি দখিনবায়ে,

দূর প্রবাসের পথিক এসে বসে বকুলছায়ে।

             পারের যাত্রিদলে

             খেয়ার ঘাটে চলে,

কেউ গো চেয়ে দেখে না ওই ভাঙা ঘাটের বাঁয়ে।

আমি যারে ভালোবাসি সে ছিল এই গাঁয়ে।

আমি যারে ভালোবাসি সে ছিল ami jare bhalobasi se chhilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
– রবীন্দ্রনাথ ঠাকুর

আরও পড়ুনঃ 

Amar Rabindranath Logo

মন্তব্য করুন