আলোকে আসিয়া এরা লীলা করে যায় aloke asiya era lila kore jay [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : উৎসর্গ [ ১৯১৪]
কবিতার শিরোনামঃ আলোকে আসিয়া এরা লীলা করে যায়
![আলোকে আসিয়া এরা লীলা করে যায় aloke asiya era lila kore jay [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 আলোকে আসিয়া এরা লীলা করে যায় aloke asiya era lila kore jay [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-61-e1649313235932.jpg)
আলোকে আসিয়া এরা লীলা করে যায় aloke asiya era lila kore jay [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
আলোকে আসিয়া এরা লীলা করে যায়,
আঁধারেতে চলে যায় বাহিরে।
ভাবে মনে, বৃথা এই আসা আর যাওয়া,
অর্থ কিছুই এর নাহি রে।
কেন আসি, কেন হাসি,
কেন আঁখিজলে ভাসি,
কার কথা বলে যাই, কার গান গাহি রে–
অর্থ কিছুই তার নাহি রে।
![আলোকে আসিয়া এরা লীলা করে যায় aloke asiya era lila kore jay [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 আলোকে আসিয়া এরা লীলা করে যায় aloke asiya era lila kore jay [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-56-234x300.jpg)
ওরে মন, আয় তুই সাজ ফেলে আয়,
মিছে কী করিস নাট-বেদীতে।
বুঝিতে চাহিস যদি বাহিরেতে আয়,
খেলা ছেড়ে আয় খেলা দেখিতে।
ওই দেখ্ নাটশালা
পরিয়াছে দীপমালা,
সকল রহস্য তুই চাস যদি ভেদিতে
নিজে না ফিরিলে নাট-বেদীতে।
![আলোকে আসিয়া এরা লীলা করে যায় aloke asiya era lila kore jay [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 আলোকে আসিয়া এরা লীলা করে যায় aloke asiya era lila kore jay [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-62-191x300.jpg)
নেমে এসে দূরে এসে দাঁড়াবি যখন–
দেখিবি কেবল, নাহি খুঁজিবি,
এই হাসি-রোদনের মহানাটকের
অর্থ তখন কিছু বুঝিবি।
একের সহিত একে
মিলাইয়া নিবি দেখে,
বুঝে নিবি, বিধাতার সাথে নাহি যুঝিবি–
দেখিবি কেবল, নাহি খুঁজিবি।
![আলোকে আসিয়া এরা লীলা করে যায় aloke asiya era lila kore jay [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 5 আলোকে আসিয়া এরা লীলা করে যায় aloke asiya era lila kore jay [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-60-e1649065111196.jpg)
আরও পড়ুনঃ
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে uriye dhwoja obhrobhedi rothe [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
এই মলিন বস্ত্র ছাড়তে হবে ei molin bostro chharte hobe [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
একলা আমি বাহির হলেম ekla ami bahir holem [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর