আলোয় আলোকময়
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ আলোয়-আলোকময়
![আলোয় আলোকময় aloy alokmoy [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 2 আলোয় আলোকময় aloy alokmoy [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-3-1.jpg)
Table of Contents
আলোয় আলোকময় aloy alokmoy [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
আলোয়-আলোকময় ক’রে হে
এলে আলোর আলো।
আমার নয়ন হতে আঁধার
মিলালো মিলালো।
সকল আকাশ সকল ধরা
আনন্দে হাসিতে ভরা,
যে দিক-পানে নয়ন মেলি
ভালো সবই ভালো।
তোমার আলো গাছের পাতায়
নাচিয়ে তোলে প্রাণ।
তোমার আলো পাখির বাসায়
জাগিয়ে তোলে গান।
তোমার আলো ভালোবেসে
পড়েছে মোর গায়ে এসে,
হৃদয়ে মোর নির্মল হাত
বুলালো বুলালো।
![আলোয় আলোকময় aloy alokmoy [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 3 জ্বালো ওগো জ্বালো ওগো সন্ধ্যাদীপ জ্বালো jwalo ogo jwalo ogo sondhyadip jwalo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-4-2.jpg)
আরও দেখুনঃ
এই মোর সাধ যেন এ জীবনমাঝে ei mor sadh jeno e jibonmajhe [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
এই জ্যোৎস্নারাতে জাগে ei jyotsnarate jage [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
একা আমি ফিরব না আর eka ami phirbo na ar [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর