আলো যে alo je [ কবি-তা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবি-তার শিরোনামঃ আ-লো যে
![আলো যে alo je [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 আলো যে alo je [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-6-1.jpg)
আলো যে alo je [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
আ-লো যে
যায় রে দেখা–
হৃদয়ের পুব-গগনে
![আলো যে alo je [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 আলো যে alo je [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-5-1-300x150.jpg)
সোনার রেখা।
এবারে ঘুচল কি ভয়।
এবারে হবে কি জয়।
আকাশে হল কি ক্ষয়
কালির লেখা।
![আলো যে alo je [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 আলো যে alo je [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-4-1.jpg)
কারে ওই
যায় গো দেখা,
হৃদয়ের সাগরতীরে
দাঁড়ায় একা?
ওরে তুই সকল ভুলে
চেয় থাক্ নয়ন তুলে–
নীরবে চরণ-মূলে
মাথা ঠেকা।
জানালায় janalay [ কবি-তা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
বাঁধা দিলে বাধবে লড়াই badha dile badhbe lorai [ কবি-তা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি আড়াল পেলে কেমনে tumi aral pele kemone [ কবি-তা ] – রবীন্দ্রনাথ ঠাকুর