আশার সীমা
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : চৈতালী
কবিতার শিরনামঃ আশার-সীমা
![আশার সীমা ashar sima [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 আশার সীমা ashar sima [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-40-3.jpg)
আশার সীমা ashar sima [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
সকল আকাশ, সকল বাতাস,
সকল শ্যামল ধরা,
সকল কান্তি, সকল শান্তি
সন্ধ্যাগগন-ভরা,
যত-কিছু সুখ যত সুধামুখ,
যত মধুমাখা হাসি,
যত নব নব বিলাসবিভব,
প্রমোদমদিরারাশি,
সকল পৃথ্বী, সকল কীর্তি,
সকল অর্ঘ্যভার,
বিশ্বমথন সকল যতন,
সকল রতনহার,
সব পাই যদি তবু নিরবধি
আরো পেতে চায় মন–
যদি তারে পাই তবে শুধু চাই
একখানি গৃহকোণ।
আরও দেখুনঃ
“আশার সীমা ashar sima [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর”-এ 1-টি মন্তব্য