আ-শীর্বাদashirbad [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : পরিশেষ [ ১৯৩২ ]
কবিতার শিরোনামঃ আ-শীর্বাদ
![আ-শীর্বাদ ashirbad [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 আ-শীর্বাদ ashirbad [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-56-234x300.jpg)
আ-শীর্বাদ ashirbad [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
শ্রীমান অতুলপ্রসাদ সেন
করকমলে —
বঙ্গের দিগন্ত ছেয়ে বাণীর বাদল
বহে যায় শতস্রোতে রসবন্যাবেগে;
কভু বজ্রবহ্নি কভু স্নিগ্ধ অশ্রুজল
ধ্বনিছে সংগীতে ছন্দে তারি পুঞ্জমেঘে;
![আ-শীর্বাদ ashirbad [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 আ-শীর্বাদ ashirbad [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-57-e1649234092815.jpg)
বঙ্কিম শশাঙ্ককলা তারি মেঘজটা
চুম্বিয়া মঙ্গলমন্ত্রে রচে স্তরে স্তরে
সুন্দরের ইন্দ্রজাল; কত রশ্মিচ্ছটা
প্রত্যুষে দিনের অন্তে রাখে তারি ‘পরে
আলোকের স্পর্শমণি। আজি পূর্ববায়ে
বঙ্গের অম্বর হতে দিকে দিগন্তরে
সহর্ষ বর্ষণধারা গিয়েছে ছড়ায়ে
প্রাণের আনন্দবেগে পশ্চিমে উত্তরে;
দিল বঙ্গবীণাপাণি অতুলপ্রসাদ,
তব জাগরণী গানে নিত্য আশীর্বাদ।
সারা জীবন দিল আলো sara jibon dilo alo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
তোমায় সৃষ্টি করব আমি tomar srishti korbo ami [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বজোড়া ফাঁদ পেতেছ bishwajora phad petechho [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর