ইচ্ছামতী কবিতা । ichchhamoti kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

ইচ্ছামতী কবিতা [ ichchhamoti kobita ] টি রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী কাব্যগ্রন্থের অংশ।এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ ইচ্ছামতী

ইচ্ছামতী কবিতা । ichchhamoti kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

 

ইচ্ছামতী কবিতা । ichchhamoti kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

যখন যেমন মনে করি

তাই হতে পাই যদি

আমি তবে একখানি হই

ইচ্ছামতী নদী।

রৈবে আমার দখিন ধারে

সূর্য ওঠার পার,

বাঁয়ের ধারে সন্ধ্যেবেলায়

নামবে অন্ধকার।

ইচ্ছামতী কবিতা । ichchhamoti kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আমি কইব মনের কথা

দুই পারেরি সাথে,

আধেক কথা দিনের বেলায়,

আধেক কথা রাতে।

যখন ঘুরে ঘুরে বেড়াই

আপন গাঁয়ের ঘাটে

ঠিক তখনি গান গেয়ে যাই

দূরের মাঠে মাঠে

গাঁয়ের মানুষ চিনি, যারা

নাইতে আসে জলে,

গোরু মহিষ নিয়ে যারা

সাঁতরে ওপার চলে।

 

দূরের মানুষ যারা তাঁদের

নতুনতরো বেশ,

নাম জানি নে, গ্রাম জানি নে

অদ্ভুতের একশেষ।

জলের উপর ঝলোমলো

টুকরো আলোর রাশি।

ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন,

হাততালি আর হাসি।

নিচের তলায় তলিয়ে যেথায়

গেছে ঘাটের ধাপ

সেইখানেতে কারা সবাই

রয়েছে চুপচাপ।

 

কোণে কোণে আপন মনে

করছে তারা কী কে।

আমারি ভয় করবে কেমন

তাকাতে সেই দিকে।

গাঁয়ের লোকে চিনবে আমার

কেবল একটুখানি।

বাকি কোথায় হারিয়ে যাবে

আমিই সে কি জানি?

একধারেতে মাঠে ঘাটে

সবুজ বরন শুধু,

আর একধারে বালুর চরে

রৌদ্র করে ধু ধু।

ইচ্ছামতী কবিতা । ichchhamoti kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

দিনের বেলায় যাওয়া আসা,

রাত্তিরে থম থম!

ডাঙার পানে চেয়ে চেয়ে

করবে গা ছম ছম।

আরও দেখুনঃ

মন্তব্য করুন