ইতিহাসবিশারদ গণেশ ধুরন্ধর-কবিতাটি [ itihas bisharod ganesh-dhurandhar kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।
ইতিহাসবিশারদ-গণেশ ধুরন্ধর
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ ইতিহাসবিশারদ-গণেশ-ধুরন্ধর

ইতিহাসবিশারদ গণেশ ধুরন্ধর-কবিতা | itihas bisharod ganesh-dhurandhar kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
ইতিহাসবিশারদ-গণেশ ধুরন্ধর
ইজারা নিয়েছে একা বম্বাই বন্দর।
নিয়ে সাতজন জেলে
দেখে মাপকাঠি ফেলে–
সাগরমথনে কোথা উঠেছিল চন্দর,
কোথা ডুব দিয়ে আছে ডানাকাটা মন্দর।
আরও দেখুনঃ