উৎসর্গ utsargo [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : উৎসর্গ [ ১৯১৪]
কবিতার শিরোনামঃ উৎসর্গ
![উৎসর্গ utsargo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 আশীর্বাদ ashirbad [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-32-300x187.jpg)
উৎসর্গ utsargo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
বন্ধু, এ যে আমার লজ্জাবতী লতা
কী পেয়েছে আকাশ হতে
কী এসেছে বায়ুর স্রোতে
পাতার ভাঁজে লুকিয়ে আছে
সে যে প্রাণের কথা।
যত্নভরে খুঁজে খুঁজে
তোমায় নিতে হবে বুঝে,
ভেঙে দিতে হবে যে তার
নীরব ব্যাকুলতা।
আমার লজ্জাবতী লতা।
![উৎসর্গ utsargo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 আশীর্বাদ ashirbad [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-40-218x300.jpg)
বন্ধু, সন্ধ্যা এল, স্বপনভরা
পবন এরে চুমে।
ডালগুলি সব পাতা নিয়ে
জড়িয়ে এল ঘুমে।
ফুলগুলি সব নীল নয়ানে
চুপিচুপি আকাশপানে
তারার দিকে চেয়ে চেয়ে
কোন্ ধেয়ানে রতা।
আমার লজ্জাবতী লতা।
বন্ধু, আনো তোমার তড়িৎ-পরশ,
হরষ দিয়ে দাও,
করুণ চক্ষু মেলে ইহার
মর্মপানে চাও।
সারা দিনের গন্ধগীতি
সারা দিনের আলোর স্মৃতি
নিয়ে এ যে হৃদয়ভারে
ধরায় অবনতা–
আমার লজ্জাবতী লতা।
![উৎসর্গ utsargo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 আশীর্বাদ ashirbad [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-42-e1650789746334-300x211.jpg)
বন্ধু, তুমি জান ক্ষুদ্র যাহা
ক্ষুদ্র তাহা নয়,
সত্য যেথা কিছু আছে
বিশ্ব সেথা রয়
এই-যে মুদে আছে লাজে
পড়বে তুমি এরি মাঝে–
জীবনমৃত্যু রৌদ্রছায়া
ঝটিকার বারতা।
আমার লজ্জাবতী লতা।
![উৎসর্গ utsargo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 5 আশীর্বাদ ashirbad [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-43-201x300.jpg)
আরও পড়ুনঃ
পাগল বসন্তদিন কতবার অতিথির বেশে pagol basantodin kotobar otithir beshe [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
এবার নীরব করে দাও ebar nirob kore dao [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর