এই তীর্থ-দেবতার ধরণীর মন্দির ei tirtho debotar dhoronir mondir [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরোনামঃ এই তীর্থ-দেবতার ধরণীর মন্দির
![এই তীর্থ-দেবতার ধরণীর মন্দির ei tirtho debotar dhoronir mondir [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 এই তীর্থ-দেবতার ধরণীর মন্দির ei tirtho debotar dhoronir mondir [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-Portrait-Medium-200x300.jpg)
এই তীর্থ-দেবতার ধরণীর মন্দির ei tirtho debotar dhoronir mondir [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
এই তীর্থ-দেবতার ধরণীর মন্দির-প্রাঙ্গণে
যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে
সায়াহ্নের শেষ আয়োজন; যে পূর্ণ প্রণামখানি
মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী
জ্বালায়ে রাখিয়া গেনু আরতির সন্ধ্যাদীপ-মুখে
![এই তীর্থ-দেবতার ধরণীর মন্দির ei tirtho debotar dhoronir mondir [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 এই তীর্থ-দেবতার ধরণীর মন্দির ei tirtho debotar dhoronir mondir [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-Sir-Amin-Jung-Maharaja-Kishen-Pershad-Courtesy-DrTaqiAbedi-300x250.jpg)
সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে
হে মোর অতিথি যত। তোমরা এসেছ এ জীবনে
কেহ প্রাতে, কেহ রাতে, বসন্তে, শ্রাবণ-বরিষনে;
কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা
এনেছিলে মোর ঘরে; দ্বার খুলে দুরন্ত ঝটিকা
বার বার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে
দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে।
আমার দেবতা নিল তোমাদের সকলের নাম;
রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম।
![এই তীর্থ-দেবতার ধরণীর মন্দির ei tirtho debotar dhoronir mondir [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 এই তীর্থ-দেবতার ধরণীর মন্দির ei tirtho debotar dhoronir mondir [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-study-Shantiniketan-West-Bengal-219x300.jpg)
আরও পড়ুনঃ
পথের সাথি, নমি বারম্বার pother sathi nomibarongbar [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
সুখের মাঝে তোমায় দেখেছি sukher majhe tomar dekhechhi [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
জীবন আমার যে অমৃত jibon amar je omrito [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর