এই নিমেষে গণনাহীন ei nimeshe gononahin [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরোনামঃ এই নিমেষে গণনাহীন
![এই নিমেষে গণনাহীন ei nimeshe gononahin [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 এই নিমেষে গণনাহীন ei nimeshe gononahin [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-12.jpeg)
এই নিমেষে গণনাহীন ei nimeshe gononahin [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
এই নি-মেষে গণনাহীন
নিমেষ গেল টুটে–
একের মাঝে এক হয়ে মোর
উঠল হৃদয় ফুটে।
![এই নিমেষে গণনাহীন ei nimeshe gononahin [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 এই নিমেষে গণনাহীন ei nimeshe gononahin [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-13.jpeg)
বক্ষে কুঁড়ির কারায় বন্ধ
অন্ধকারের কোন্ সুগন্ধ
আজ প্রভাতে পূজার বেলায়
পড়ল আলোয় লুটে।
তোমায় আমায় একটুখানি
দূর যে কোথাও নাই–
নয়ন মুদে নয়ন মেলে
এই তো দেখি তাই।
যেই খুলেছি আঁখির পাতা,
যেই তুলেছি নত মাথা,
তোমার মাঝে অমনি আমার
জয়ধ্বনি উঠে।
![এই নিমেষে গণনাহীন ei nimeshe gononahin [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 এই নিমেষে গণনাহীন ei nimeshe gononahin [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-39-4.jpeg)
আরও পড়ুনঃ
শ্বশুরবাড়ির গ্রাম swosurbarir gram [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
খড়দয়ে যেতে যদি সোজাএস খুল্না khordaye jete jodi soja eso khulna [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর