এই যে কালো মাটির বাসা ei je kalo matir basa [ কবি-তা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবি-তার শিরোনামঃ এইযে কালো মাটির বাসা
![এই যে কালো মাটির বাসা ei je kalo matir basa [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 এই যে কালো মাটির বাসা ei je kalo matir basa [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-54-207x300.jpg)
এই যে কালো মাটির বাসা ei je kalo matir basa [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
এই যে কা-লো মাটির বাসা
শ্যামল সুখের ধরা–
![এই যে কালো মাটির বাসা ei je kalo matir basa [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 এই যে কালো মাটির বাসা ei je kalo matir basa [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-56-234x300.jpg)
এইখানেতে আঁধার আলোয়
স্বপন-মাঝে চরা।
এরি গোপন হৃদয়-‘পরে
ব্যথার স্বর্গ বিরাজ করে
দুঃখে-আলো-করা।
![এই যে কালো মাটির বাসা ei je kalo matir basa [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 এই যে কালো মাটির বাসা ei je kalo matir basa [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-57-e1649234092815.jpg)
বিরহী তোর সেইখানে যে
একলা বসে থাকে–
হৃদয় তাহার ক্ষণে ক্ষণে
নামটি তোমার ডাকে।
দুঃখে যখন মিলন হবে
আনন্দলোক মিলবে তবে
সুধায় সুধায় ভরা।
স্নেহগ্রাস snehogras [ কবি-তা ] রবীন্দ্রনাথ ঠাকুর