একটা খোঁড়া-ঘোড়ার পরে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ একটা খোঁড়া-ঘোড়ার পরে
![একটা খোঁড়া ঘোড়ার পরে ekta khora ghorar pore [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 একটা খোঁড়া ঘোড়ার পরে ekta khora ghorar pore [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-17.jpg)
Table of Contents
একটা খোঁড়া ঘোড়ার পরে ekta khora ghorar pore [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
একটা খোঁড়া-ঘোড়ার পরে
চড়েছিল চাটুর্জে,পড়ে গিয়ে কী দশা তার
হয়েছিল হাঁটুর যে!
বলে কেঁদে, “ব্রাহ্মণেরে
বইতে ঘোড়া পারল না যে
সইত তাও, মরি আমি
তার থেকে এই অধিক লাজে–
লোকের মুখের ঠাট্টা যত
বইতে হবে টাটুর যে!’
![একটা খোঁড়া ঘোড়ার পরে ekta khora ghorar pore [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 জন্মদিন jonmodin [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-19-1.jpg)
আরও দেখুনঃ