একটি একটি করে তোমার
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ একটি একটি-করে তোমার
![একটি একটি করে তোমার ekti ekti kore tomar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 একটি একটি করে তোমার ekti ekti kore tomar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-40-3.jpg)
Table of Contents
একটি একটি করে তোমার ekti ekti kore tomar [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
একটি একটি-করে তোমার
পুরানো তার খোলো,
সেতারখানি নূতন বেঁধে তোলো।
ভেঙে গেছে দিনের মেলা,
বসবে সভা সন্ধ্যাবেলা,
শেষের সুর যে বাজাবে তার
আসার সময় হল–
সেতারখানি নূতন বেঁধে তোলো।
দুয়ার তোমার খুলে দাও গো
আঁধার আকাশ-‘পরে,
সপ্তলোকের নীরবতা
আসুক তোমার ঘরে।
এতদিন যে গেয়েছ গান
আজকে তারি হোক অবসান,
এ যন্ত্র যে তোমার যন্ত্র
সেই কথাটাই ভোলো।
সেতারখানি নূতন বেঁধে তোলো।
![একটি একটি করে তোমার ekti ekti kore tomar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 জ্বালো ওগো জ্বালো ওগো সন্ধ্যাদীপ জ্বালো jwalo ogo jwalo ogo sondhyadip jwalo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-2-1.jpg)
আরও দেখুনঃ