একটি নমস্কারে প্রভু
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ একটি নমস্কারে প্রভু
![একটি নমস্কারে প্রভু ekti nomoskare probhu [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 একটি নমস্কারে প্রভু ekti nomoskare probhu [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-40-3.jpg)
Table of Contents
একটি নমস্কারে প্রভু ekti nomoskare probhu [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
একটি নমস্কারে, প্রভু,
একটি নমস্কারে
সকল দেহ লুটিয়ে পড়ুক
তোমার এ সংসারে।
ঘন শ্রাবণ-মেঘের মতো
রসের ভারে নম্র নত
একটি নমস্কারে, প্রভু,
একটি নমস্কারে
সমস্ত মন পড়িয়া থাক্
তব ভবন-দ্বারে।
নানা সুরের আকুল ধারা
মিলিয়ে দিয়ে আত্মহারা
একটি নমস্কারে, প্রভু,
একটি নমস্কারে
সমস্ত গান সমাপ্ত হোক
নীরব পারাবারে।
হংস যেমন মানসযাত্রী,
তেমনি সারা দিবসরাত্রি
একটি নমস্কারে, প্রভু,
একটি নমস্কারে
সমস্ত প্রাণ উড়ে চলুক
মহামরণ-পারে।
![একটি নমস্কারে প্রভু ekti nomoskare probhu [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 জ্বালো ওগো জ্বালো ওগো সন্ধ্যাদীপ জ্বালো jwalo ogo jwalo ogo sondhyadip jwalo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-4-2.jpg)
আরও দেখুনঃ