এক হাতে ওর কৃ-পাণ আছে ek hate or kripan achhe [ কবি-তা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবি-তার শিরোনামঃ এক হাতে ওর কৃ-পাণ আছে
![এক হাতে ওর কৃপাণ আছে ek hate or kripan achhe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 এক হাতে ওর কৃপাণ আছে ek hate or kripan achhe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-study-Shantiniketan-West-Bengal-219x300.jpg)
এক হাতে ওর কৃপাণ আছে ek hate or kripan achhe [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
এক হাতে ওর কৃপাণ আছে
আর এক হাতে হার।
![এক হাতে ওর কৃপাণ আছে ek hate or kripan achhe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 এক হাতে ওর কৃপাণ আছে ek hate or kripan achhe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-Sir-Amin-Jung-Maharaja-Kishen-Pershad-Courtesy-DrTaqiAbedi-300x250.jpg)
ও যে ভেঙেছে তোর দ্বার।
আসে নি ও ভিক্ষা নিতে,
লড়াই করে নেবে জিতে
পরানটি তোমার।
ও যে ভেঙেছে তোর দ্বার।
![এক হাতে ওর কৃপাণ আছে ek hate or kripan achhe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 এক হাতে ওর কৃপাণ আছে ek hate or kripan achhe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-Portrait-Medium-200x300.jpg)
মরণেরি পথ দিয়ে ওই
আসছে জীবন-মাঝে,
ও যে আসছে বীরের সাজে।
আধেক নিয়ে ফিরবে না রে,
যা আছে সব একেবারে
করবে অধিকার।
ও যে ভেঙেছে তোর দ্বার।
![এক হাতে ওর কৃপাণ আছে ek hate or kripan achhe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 5 এক হাতে ওর কৃপাণ আছে ek hate or kripan achhe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-Convocation-272x300.jpg)
আরও পড়ুনঃ
ভরা ভাদরে ভরা bhora bhadore [ কবি-তা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
দুই বন্ধু dui bandhu [ কবি-তা ] রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যর্থ যৌবন Bartho jaubon [ কবি-তা ]- রবীন্দ্রনাথ ঠাকুর