এসো হে এসো সজল ঘন
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ এসো হে এসো-সজল ঘন
![এসো হে এসো সজল ঘন eso he eso sojol ghano [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 এসো হে এসো সজল ঘন eso he eso sojol ghano [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-3-1.jpg)
Table of Contents
এসো হে এসো সজল ঘন eso he eso sojol ghano [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
এসো হে এসো, সজল ঘন,
বাদলবরিষনে–
বিপুল তব শ্যামল স্নেহে
এসো হে এ জীবনে।
এসো হে গিরিশিখর চুমি,
ছায়ায় ঘিরি কাননভূমি–
গগন ছেয়ে এসো হে তুমি
গভীর গরজনে।
ব্যথিয়ে উঠে নীপের বন
পুলকভরা ফুলে।
উছলি উঠে কলরোদন
নদীর কূলে কূলে।
এসো হে এসো হৃদয়ভরা,
এসো হে এসো পিপাসা-হরা,
এসো হে আঁখি-শীতল-করা
ঘনায়ে এসো মনে।
![এসো হে এসো সজল ঘন eso he eso sojol ghano [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 তব জন্মদিবসের দানেরউৎসবে tobo jonmodiboser daner [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-14-1.jpg)
আরও দেখুনঃ