ওই মহামানব আসে oi mohamanob ase [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : শেষলেখা [ ১৯৪১]
কবিতার শিরোনামঃ ওই মহামানব আসে
![ওই মহামানব আসে oi mohamanob ase [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 একটি মাত্র ekti matro [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-1.jpg)
ওই মহামানব আসে oi mohamanob ase [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
ঐ মহামানব আসে;
দিকে দিকে রোমাঞ্চ লাগে
মর্ত্যধূলির ঘাসে ঘাসে।
![ওই মহামানব আসে oi mohamanob ase [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 ওই মহামানব আসে oi mohamanob ase [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-2.jpg)
সুরলোকে বেজে উঠে শঙ্খ,
নরলোকে বাজে জয়ডঙ্ক–
এল মহাজন্মের লগ্ন।
আজি অমারাত্রির দুর্গতোরণ যত
ধূলিতলে হয়ে গেল ভগ্ন।
![ওই মহামানব আসে oi mohamanob ase [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 ওই মহামানব আসে oi mohamanob ase [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-3.jpg)
উদয়শিখরে জাগে মাভৈঃ মাভৈঃ রব
নব জীবনের আশ্বাসে।
জয় জয় জয় রে মানব-অভ্যুদয়,
মন্দ্রি উঠিল মহাকাশে।
![ওই মহামানব আসে oi mohamanob ase [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 5 ওই মহামানব আসে oi mohamanob ase [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-4.jpg)
আরও পড়ুনঃ
সমালোচক somalochok [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর