ওরে ভীরু তোমার হাতে ore bhiru tomar hate [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরনামঃ ওরে ভীরু তোমার হাতে
![ওরে ভীরু তোমার হাতে ore bhiru tomar hate [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 ওরে ভীরু তোমার হাতে ore bhiru tomar hate [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-7-1.jpg)
ওরে ভীরু তোমার হাতে ore bhiru tomar hate [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
ওরে ভীরু তোমার হাতে
নাই ভুবনের ভার।
![ওরে ভীরু তোমার হাতে ore bhiru tomar hate [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 ওরে ভীরু তোমার হাতে ore bhiru tomar hate [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-39.jpeg)
হালের কাছে মাঝি আছে,
করবে তরী পার।
তুফান যদি এসে থাকে
তোমার কিসের দায়–
চেয়ে দেখো ঢেউয়ের খেলা,
কাজ কী ভাবনায়।
আসুক-নাকো গহন রাতি,
হোক-না অন্ধকার–
হালের কাছে মাঝি আছে,
করবে তরী পার।
![ওরে ভীরু তোমার হাতে ore bhiru tomar hate [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 ওরে ভীরু তোমার হাতে ore bhiru tomar hate [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-10.jpg)
পশ্চিমে তুই তাকিয়ে দেখিস
মেঘে আকাশ ডোবা–
আনন্দে তুই পুবের দিকে
দেখ্-না তারার শোভা।
সাথি যারা আছে, তারা
তোমার আপন ব’লে
ভাব’ কি তাই রক্ষা পাবে
তোমারি ওই কোলে?
উঠবে রে ঝড়, দুলবে রে বুক,
জাগবে হাহাকার–
হালের কাছে মাঝি আছে,
করবে তরী পার।
উৎসর্গ utsorgo [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর