ওরে মাঝি ওরে আমার
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ ওরে মাঝি-ওরে আমার
![ওরে মাঝি ওরে আমার ore majhi ore amar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 ওরে মাঝি ওরে আমার ore majhi ore amar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-11-1.jpg)
Table of Contents
ওরে মাঝি ওরে আমার ore majhi ore amar [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
ওরে মাঝি, ওরে আমার
মানবজন্মতরীর মাঝি,
শুনতে কি পাস দূরের থেকে
পারের বাঁশি উঠছে বাজি।
তরী কি তোর দিনের শেষে
ঠেকবে এবার ঘাটে এসে।
সেথায় সন্ধ্যা-অন্ধকারে
দেয় কি দেখা প্রদীপরাজি।
যেন আমার লাগছে মনে,
মন্দমধুর এই পবনে
সিন্ধুপারের হাসিটি কার
আঁধার বেয়ে আসছে আজি।
আসার বেলায় কুসুমগুলি
কিছু এনেছিলেম তুলি,
যেগুলি তার নবীন আছে
এইবেলা নে সাজিয়ে সাজি।
![ওরে মাঝি ওরে আমার ore majhi ore amar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 প্রথম দিনের সূর্য prothom diner surjo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-40-3.jpg)
আরও দেখুনঃ